28.6 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

গাজায় দুর্ভিক্ষ ছড়াচ্ছে, ১০০-র বেশি সহায়তা সংস্থার জরুরি আহ্বান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ছড়িয়ে পড়া দুর্ভিক্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার ও সহায়তা সংস্থা। তারা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার ওপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্ব সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

১১১টি সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি অবরোধের কারণে গাজার মানুষ অনাহারে মারা যাচ্ছে। সাহায্যকর্মীরাও এখন খাদ্যের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন, এমনকি গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিও নিচ্ছেন।”

মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও রিফিউজিস ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো বিবৃতিতে জানায়, গাজার আশপাশে বিপুল পরিমাণ খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রী মজুদ থাকলেও সেগুলো পৌঁছে দেওয়া যাচ্ছে না।

তারা আরও জানায়, “মানবিক সহায়তার পথ ইসরায়েলি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের কর্মীরাও না খেয়ে দিন কাটাচ্ছেন।”

গত কয়েক সপ্তাহে খাবারের সন্ধানে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন ৮০০-র বেশি মানুষ। এদের বেশিরভাগই ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। জাতিসংঘ সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বিতরণকেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাগুলো।

ফেব্রুয়ারি থেকে ইসরায়েল গাজায় সব সরবরাহ বন্ধ করে দিলে খাদ্য মজুদ শেষ হয়ে যায়। মে মাসে সীমিতভাবে সরবরাহ খুললেও তাতে সংকট কেটে যায়নি। সূত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

খবরের দেশ ডেস্কঃ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসা সাত সরকারি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষাটি...