32.9 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

না ফেরার দেশে মাহতাব, যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ সেই শিক্ষার্থী আর নেই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মাহতাব আহমেদ (১৪) চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টা ১৩ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসের উদ্দিন।

সোমবার দুপুরে দুর্ঘটনার পরপরই মাহতাবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম।

মাহতাবের মৃত্যুতে হাসপাতালের পরিবেশে নেমে আসে শোকের ছায়া। তার বাবা প্রকৌশলী মিনহাজ আহমেদ ছেলের মৃত্যুসংবাদে বারবার জ্ঞান হারান। পরিবারের আহাজারিতে কেঁপে ওঠে পুরো হাসপাতাল এলাকা। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে অন্য রোগীর স্বজনরাও আবেগে ভেঙে পড়েন।

মাহতাব ছিল কুমিল্লার দেবিদ্বারের ছেলে। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ক্লাসে তৃতীয় স্থান অধিকার করত। দুর্ঘটনার দিন তার আগুনে পোড়া দেহ নিয়েও দৌড়ে পালানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়, এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া কনটেন্ট

বিনোদন ডেস্কঃ  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু বিতর্কিত ছবি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের বলে দাবি করে প্রচার করা হলেও, বাস্তবে...