32.9 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫

আগুনে পোড়া রোগীর সঠিক পরিচর্যায় যা করবেন: পরামর্শ দিলেন ডা. আয়শা শিল্পী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

শরীর আগুনে পুড়ে যাওয়া একটি জটিল ও বিপজ্জনক অবস্থা, যার চিকিৎসা নির্ভর করে পোড়ার গভীরতা ও বিস্তৃতির ওপর। ডা. আয়শা আক্তার শিল্পী, উপপরিচালক, ২৫০ শয্যার টিবি হাসপাতাল, জানিয়েছেন—প্রাথমিক ভুল চিকিৎসার কারণে অনেক রোগীর অবস্থা আরও জটিল হয়ে পড়ে।

ডা. আয়শা বলেন, আগুনে পোড়া রোগীর জন্য সবার আগে জরুরি সঠিক প্রাথমিক চিকিৎসা। রোগীকে আগুনের উৎস থেকে সরিয়ে ফেলতে হবে দ্রুত। তারপর পুড়ে যাওয়া স্থানটি ১০-২০ মিনিট ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। ফোসকা পড়লে তা ফাটানো যাবে না এবং পোড়া স্থানে মলম বা ঘরোয়া উপাদান ব্যবহার না করাই ভালো।

তিন আরও বলেন, পোড়া স্থানে পরিষ্কার ও জীবাণুমুক্ত গজ বা কাপড় দিয়ে ঢেকে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। পা বা শরীরের নিচের অংশ পুড়লে রোগীকে শুইয়ে পা উঁচু করে রাখতে হবে। মুখ বা চোখ পুড়লে রোগীকে বসিয়ে রাখতে হবে। রোগীকে মুখে কিছু খেতে বা পান করতে দেওয়া যাবে না, কারণ এটি শ্বাসনালিতে সংক্রমণ ঘটাতে পারে।

তিনি সতর্ক করেন, ভুল চিকিৎসা ও দিশেহারা অবস্থার কারণে বহু রোগীর প্রাণনাশ ঘটে। ধৈর্য ও সঠিক সিদ্ধান্তই পারে একটি জীবন বাঁচাতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়, এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া কনটেন্ট

বিনোদন ডেস্কঃ  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু বিতর্কিত ছবি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের বলে দাবি করে প্রচার করা হলেও, বাস্তবে...