29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

দগ্ধদের চিকিৎসায় যোগ দিল চীনা বিশেষজ্ঞ দল, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা সেবা শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্কঃ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ জন, যাদের অধিকাংশই শিশু। আহত হয়ে দগ্ধ অবস্থায় ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চীন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছায় চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে কাজ শুরু করে। তারা আহতদের পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন এবং সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ দলের সঙ্গে সমন্বিত চিকিৎসায় অংশ নেবেন।

চিকিৎসক দলটি এসেছে চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স শাখার প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

এদিকে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, আপাতত ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বহন করছে সরকার।

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...