29.1 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫

যুক্তরাজ্যের প্রত্যার্পণ চুক্তি পুনরায় চালুর উদ্যোগ হংকংয়ের সঙ্গে, উদ্বেগ বাড়ছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

হংকংয়ের সঙ্গে স্থগিত থাকা প্রত্যার্পণ চুক্তি পুনর্বহালের পথে এগোচ্ছে যুক্তরাজ্য সরকার। ২০২০ সালে চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের কারণে চুক্তিটি বাতিল করেছিল যুক্তরাজ্যসহ একাধিক পশ্চিমা দেশ।

হোম অফিস গত ১৭ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে। এক দিন পর নিরাপত্তা মন্ত্রী ড্যান জারভিস বিরোধীদলীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপকে চিঠি দেন।

“অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং যুক্তরাজ্যকে অপরাধীদের আশ্রয়স্থল না হতে দিতে প্রত্যার্পণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ,” বলেন জারভিস।

একইসঙ্গে চিলি ও জিম্বাবুয়ের সঙ্গেও প্রত্যার্পণ কাঠামো পুনঃস্থাপনের উদ্যোগ চলছে।

কিন্তু হংকং নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ২০২৪ সালে ‘আর্টিকেল ২৩’ নামে নতুন আইন পাশ করে হংকং, যেখানে দেশদ্রোহ, গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ নানা কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

সংসদ সদস্য অ্যালিসিয়া কেয়ার্নস একে “নৈতিকভাবে অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করে বলেন, “এই পদক্ষেপ স্বৈরাচারকে বৈধতা দিচ্ছে।”

তবে হংকংয়ের নির্বাহী পরিষদের সদস্য ও আইনজীবী রনি টং দাবি করেন, “প্রত্যার্পণ শুধুমাত্র অপরাধমূলক মামলার জন্য, রাজনৈতিক নয়। আদালত স্বাধীনভাবে এর সুরক্ষা নিশ্চিত করে।”

হংকং সরকার জানিয়েছে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ৩২৬ জনকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ১৯ প্রবাসী গণতন্ত্রপন্থীর বিরুদ্ধে নতুন করে বাউন্টি জারি করেছে হংকং। সূত্রঃ আলজাজিরা

- Advertisement -spot_img
সর্বশেষ

বানারীপাড়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান পরিচালনা;

বানারীপাড়া প্রতিনিধি ''পরিচ্ছন্নতা মানসিকতায় তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক'' এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে বানারীপাড়া উপজেলা পরিবার...