Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির (৯), বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর অবশেষে তার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
রাইসার লাশবাহী গাড়ি গ্রামে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও আশপাশের শত শত মানুষ একনজর রাইসাকে দেখতে ভিড় করেন জানাজায়।
বিমান দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিল রাইসা। তার বাবা শাহাবুল শেখ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আংশিক মুখমণ্ডল দেখে রাইসাকে শনাক্ত করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তখন নিশ্চিত হতে পারেনি। পরে ডিএনএ পরীক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাইসার লাশ হস্তান্তর করা হয়।
রাইসার পিতা গার্মেন্টস ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি ঢাকার উত্তরা নয়া নগরে বসবাস করতেন। রাইসা তিন ভাইবোনের মধ্যে মেঝো। বড় বোন সিনথিয়া অষ্টম শ্রেণিতে পড়ে, আর ছোট ভাই রাফসান বয়সে মাত্র চার।
রাইসার চাচা ও চাচাতো ভাই জানান, দুর্ঘটনার পর থেকেই পরিবারের হৃদয়ভাঙা অপেক্ষা ছিল তার খোঁজে। অবশেষে বৃহস্পতিবার রাতেই লাশ নিয়ে গ্রামের বাড়ির পথে রওনা দেন পরিবারের সদস্যরা।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।