Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা করেন তারা।
শুক্রবার (২৫ জুলাই) মেহের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা।
ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ফিলিস্তিনি জনগণকে খাদ্য ও পানিসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য ইসরাইলকে তীব্রভাবে দায়ী করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে সক্রিয় করে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগকে ‘দখলদার সরকারের ফিলিস্তিন ধ্বংসের অপরাধমূলক পরিকল্পনা’ হিসেবেও আখ্যায়িত করেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “গাজায় চলমান ইসরাইলি অপরাধের আমরা তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ওআইসি’র মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ফোনালাপে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পরস্পরের সঙ্গে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।