Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৩ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশগ্রহণকারী সিনিয়র নেতারা জানান, নিহতদের কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পাশে দাঁড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে দল।
তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যেই বিএনপির শীর্ষ নেতারা নিহতদের পরিবারের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন। পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও সহযোগিতার আশ্বাস দেন তারা।
বিএনপি নেতারা বলেন, শুধু রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক। পুরো দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।
দলীয় সূত্র জানায়, নিহতদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা এবং আইনগত সহায়তার বিষয়েও আলোচনা চলছে।