Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে। জুলাই মাসে শুধুমাত্র অনাহারের কারণেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮ জন। ২০২৫ সালের শুরু থেকে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৯-এ, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা, ত্রাণে বাধা এবং কৃষিজমির বিশাল অংশকে ‘মিলিটারি জোন’ ঘোষণা করায় ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে গাজাবাসী। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটে বিপন্ন প্রায় ২০ লাখ মানুষের জীবন।
গাজার বাসিন্দা রাইদ আল-আথামনা জানান, এখন তাদের প্রতিদিনের সংগ্রাম শুধু খাবার জোগাড় করাই। “একটুকরো রুটির জন্যও লড়াই করতে হয়,” বলেন তিনি। তার স্ত্রী ও নাতিনাতনিরা ক্ষুধায় সারাদিন কাঁদে, কিন্তু খাবার জোগাড় করা সম্ভব হচ্ছে না।
আথামনা বলেন, “প্রতিদিন কোথাও না কোথাও বোমা পড়ছে, শেলিং হচ্ছে। মানুষ নিরাপদ আশ্রয় পাচ্ছে না। অনেককে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।” সামাজিক মাধ্যমে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার ৮৮ শতাংশ অঞ্চল এখন সেনা নিয়ন্ত্রিত মিলিটারি জোন, যার বেশিরভাগ কৃষিজমি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজায় মানুষের তৈরি দুর্ভিক্ষ চলছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের রিপোর্ট বলছে, এক-তৃতীয়াংশ গাজাবাসী দিনের পর দিন না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, অবরোধ ও হামলা বন্ধ না হলে গাজায় মৃত্যুর মিছিল থামবে না।