Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পদযাত্রাটি শনিবার সকাল থেকে জেলার বন্দরনগরী ভৈরব হয়ে বড়পুল দিয়ে কিশোরগঞ্জ শহরে প্রবেশ করবে। এরপর পুরান স্টেডিয়াম থেকে মূল পদযাত্রা শুরু হয়ে পুরান থানা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।
পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপির নেতৃবৃন্দ একই পথে নেত্রকোনার উদ্দেশে যাত্রা করবেন বলে জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স, যুবশক্তি নেতা মাহফুজ, নীরব হাসান সুজন, রাতুল নাহিদ ভূঁইয়া, ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, আনাস ইব্রাহিম, সাব্বির হোসেন, সালাউদ্দিন তারেক রাসেল, সাবাব এবং প্রিয়ন্ত প্রমুখ।
আয়োজকেরা আশা করছেন, কিশোরগঞ্জে কর্মসূচিটি গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক প্রতিবাদে পরিণত হবে।