29.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫

২০ বছর পর বার্বাডোসে মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে ছোট সাপ ‘বার্বাডোস থ্রেড স্নেক’-এর ২০ বছর পর ফের দেখা মিলেছে। ক্যারিবীয় দ্বীপ বার্বাডোসে সম্প্রতি পরিবেশগত জরিপ চালানোর সময় এই সাপটি আবিষ্কৃত হয়। খবর দ্য গার্ডিয়ানের।

জানা যায়, গত মার্চে বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয় ও অলাভজনক সংস্থা রি:ওয়ার্ল্ড যৌথভাবে একটি জরিপ পরিচালনা করে। সে সময় দ্বীপের একটি পাথরের নিচে সাপটিকে খুঁজে পান গবেষকরা।

এই প্রজাতির সাপ খুবই ছোট—পূর্ণবয়স্ক থ্রেড সাপ মাত্র ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এর দেহ অনেক পাতলা। এটি বৈজ্ঞানিকভাবে বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত এবং হারিয়ে যাওয়া চার হাজার ৮০০ প্রজাতির তালিকায় রয়েছে।

বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কনর ব্লেডস বলেন, “যদি থ্রেড স্নেকের সংখ্যা খুব কম হয়, তাহলে তাদের প্রজননের জন্য সঙ্গী খুঁজে পাওয়া কঠিন হবে—বিশেষ করে যদি আবাসস্থল হুমকির মুখে থাকে।”

গবেষক স্প্রিঙ্গার ও ব্লেডস বহু বছর ধরে এই প্রজাতি নিয়ে কাজ করছেন। থ্রেড সাপের গন্ধ পাওয়ার কথা বলে মজা করেই পাথর সরান স্প্রিঙ্গার, আর তাতেই আবিষ্কৃত হয় সাপটি। পরে মাইক্রোস্কোপে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, এটি বহুদিন ধরে খুঁজে ফেরা সাপটি।

বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, বাসস্থান ধ্বংস এবং আগ্রাসী প্রজাতির কারণে এ সরীসৃপ বিলুপ্তির মুখে পড়েছে। তাই বনাঞ্চল সংরক্ষণ এখন সময়ের দাবি।

সূত্র: দ্য গার্ডিয়ান

- Advertisement -spot_img
সর্বশেষ

চাঁদাবাজির ঘটনা নিয়ে উমামার স্ট্যাটাস

খবরের দেশ ডেস্কঃ রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের...