Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। শনিবার (২৬ জুলাই) রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, বৃহস্পতিবার থেকেই জাতীয় মসজিদ নেগারার সামনে কালো টি-শার্ট পরে জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা। ‘পদত্যাগ, পদত্যাগ, আনোয়ার পদত্যাগ’ স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
বিক্ষোভকারীরা সেখান থেকে ‘জাগো, জাগো, জনগণ জাগো’ স্লোগান দিতে দিতে ঐতিহাসিক স্বাধীনতা স্কয়ারে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, আনোয়ার সরকারের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বিদ্যুৎ ও জ্বালানির খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করেছে।
প্রায় তিন বছর ধরে ক্ষমতায় থাকা আনোয়ার ইব্রাহীম সম্প্রতি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য নগদ সহায়তার ঘোষণা দেন এবং জ্বালানি মূল্য কমানোর প্রতিশ্রুতি দেন। তবে বিশ্লেষকদের মতে, তাতে জনরোষ প্রশমিত হয়নি।
বিক্ষোভের আয়োজন করে প্রধান বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন)। বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে বাসে করে এনে বিক্ষোভে অংশগ্রহণ নিশ্চিত করা হয়। সমাবেশে অংশ নেন সাবেক দুই প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিনসহ ইসলামী দল পিএএস-এর প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং।
বক্তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, এসএসটি কর বাড়ানো, বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি কমানোর মতো ইস্যু তুলে ধরেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।