Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে শুক্রবার (২৬ জুলাই) রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছে শত শত আন্দোলনকারী। তাদের অভিযোগ, ২০২১ সাল থেকে সাঈদের শাসন দেশকে একটি ‘উন্মুক্ত কারাগারে’ পরিণত করেছে।
প্রতিবাদকারীরা “প্রজাতন্ত্র একটি বড় কারাগার”, “কোনো ভয় নয়, কোনো সন্ত্রাস নয়, রাস্তাগুলো জনগণের”, “শাসনব্যবস্থার পতন চাই” এমন সব স্লোগান দিতে দিতে প্রেসিডেন্ট সাঈদের চার বছরের শাসনের প্রতিবাদে রাস্তায় নামেন।
তারা রাশেদ ঘানুশি (এন্নাহদা দলের প্রধান), এবং আবির মুসি (ফ্রি কনস্টিটিউশনাল পার্টির নেত্রী) সহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানান।
অনেকে রাজনৈতিক নিপীড়নের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
২০২১ সালের ২৫ জুলাই প্রেসিডেন্ট সাঈদ পার্লামেন্ট স্থগিত করে প্রধানমন্ত্রীকেও বরখাস্ত করেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে ডিক্রির মাধ্যমে শাসন শুরু করেন। অনেক বিরোধী নেতা, আইনজীবী, সাংবাদিককে সন্ত্রাসবিরোধী ও ষড়যন্ত্র আইনের অধীনে গ্রেপ্তার করা হয়।
সাঈদের বিরোধীরা বলছেন, দেশজুড়ে আতঙ্ক এবং ভয়ের রাজত্ব তৈরি হয়েছে। অনেকেই ‘অস্থায়ী স্বাধীনতা’ নিয়ে বেঁচে আছেন, যেকোনো সময় গ্রেপ্তারের শঙ্কায়। সূত্রঃ আলজাজিরা