Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়ে মামলাটি বাতিলের হাইকোর্টের রায় বহাল রাখেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল বিভাগে আবেদন খারিজ হয়ে গেছে। ফলে মামলাটি চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে।
মামলার ইতিহাস অনুযায়ী, ২০১০ সালে ড. ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেন এক ব্যক্তি। সে সময় তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এরপর ২০১১ সালে তিনি হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। দীর্ঘ সময় পর ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল দায়ের করে, যা প্রথমে ২ জুলাই চেম্বার আদালতে ওঠে এবং পরে ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানি হয়।
অধ্যাপক ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।