Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
দুবাই বিমানবন্দরে নজিরবিহীন ভুল! ভুল করে এক বাংলাদেশির ব্যাগ নিয়ে ফেললেন আমিরাতের এক হীরার ব্যবসায়ী। তবে সৌভাগ্যবশত, ভুল শুধরে দ্রুত ফেরত পেলেন প্রায় ৩ কোটি টাকার হীরাভর্তি ব্যাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, হীরা নিয়ে চারটি ব্যাগে করে বিদেশে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু বিমানবন্দরে নিজের তিনটি ব্যাগ নিলেও, ভুল করে চতুর্থ ব্যাগ হিসেবে নিয়ে ফেলেন এক বাংলাদেশির ব্যাগ।
বিমানবন্দরে ব্যাগ যাচাই না করেই গন্তব্য দেশে পৌঁছে ব্যাগ খোলার পর তার চক্ষু চড়কগাছ। ব্যাগে হীরা নয়, ছিল শুধু সাধারণ পোশাক। বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গেই দুবাই ফিরে যান তিনি এবং পুলিশে অভিযোগ করেন।
দুবাই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, হীরাভর্তি ব্যাগটি নিয়ে গেছেন বাংলাদেশগামী এক যাত্রী। এরপর যোগাযোগ করা হয় ঢাকাস্থ আমিরাত দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। যৌথ তৎপরতায় বাংলাদেশ থেকে ব্যাগটি উদ্ধার করে ফেরত দেওয়া হয় ব্যবসায়ীকে।
দুবাই পুলিশ জানায়, ব্যবসায়ীর ও বাংলাদেশির ব্যাগ দেখতে প্রায় একই রকম হওয়ায় এই ভুল হয়েছিল। বাংলাদেশি ব্যক্তি নিজের ব্যাগ ভেবে সেটি নিয়ে যান। তবে পুরো ঘটনার মধ্যে কোনো অপরাধ বা উদ্দেশ্যপ্রণোদিত কাজের প্রমাণ মেলেনি।ব্যাগ ফিরে পেয়ে দুবাই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যবসায়ী।