27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

চীন সরকার, প্রথমবারের মতো রাস্তার দুপাশে কোটি কোটি গাছ লাগানো হয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চীন, প্রথমবারের মতো এমন কিছু করেছে — যা সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে…” জানলে আপনিও প্রশংসা করতে বাধ্য হবেন।
কয়েক বছর আগে, চীন তাদের সবচেয়ে দীর্ঘ জাতীয় মহাসড়ক নির্মাণ করে, যা ৫,৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত, সাংহাই থেকে শুরু করে তিব্বত হয়ে জুংমু পর্যন্ত।
এখন সমস্যা হচ্ছে এই বিশাল মহাসড়কটি বৃহৎ তাকলা মাকান মরুভূমির মাঝখান দিয়ে গেছে !
আর এই জন্যে মরুভূমিতে নিয়মিত ধুলিঝড়ের কারণে পুরো মহাসড়ক প্রায়শই বালিতে ঢেকে যেত।
এই সমস্যার সমাধান করতে, চীনা সরকার পুরো ৫,৫০০ কিলোমিটার জুড়ে একটানা একটি সবুজ বেষ্টনী (Green Belt) গড়ে তোলে।
রাস্তার দুপাশে কোটি কোটি গাছ লাগানো হয়।
এছাড়া, প্রতি ৩ কিলোমিটার অন্তর অন্তর পানি সরবরাহ স্টেশন তৈরি করা হয় ,  যেখান থেকে গাছগুলোতে পানি দেওয়া হয়,সাথে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে পানীয় জল সরবরাহ করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...