খবরের দেশ ডেস্ক :
গণঅভ্যুত্থান সবসময়ই রাজনৈতিক, ছাত্র ও রাজনৈতিক শক্তির সমন্বয়ে তা ঘটে, উদযাপন সেভাবেই হয়। ৯০-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা তাই দেখেছি। কিন্তু এবার জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে দেখা যাচ্ছে—অনুষ্ঠানের নেতৃত্ব নিচ্ছে প্রশাসনই, যা অতীতে কখনও দেখা যায়নি। এসব আয়োজন হওয়া উচিত ছিল আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মাধ্যমে।
সরকার প্রশাসনকে এতটাই দলীয়করণ করেছে যে, কোনো কর্মসূচিতেই এখন গণমানুষের উপস্থিতি নেই। পুরো জুলাই মাসেই ছিল না। ফেইসবুকে ঢাকঢোল বাজানো গেলেও মাঠে এসব অনুষ্ঠান একের পর এক ব্যর্থ। জুলাই উদযাপন এখন শুধু ড. ইউনূসের প্রোপাগান্ডা টিম আর ফারুকীদের ফেইসবুকেই সীমাবদ্ধ।