27 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে দলে দলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে দলে দলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ২টায় শুরু হবে এ সমাবেশ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে না আসার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হচ্ছে।
 রবিবার সকালেই মঞ্চসহ সব প্রস্তুতি শেষ করেছে ছাত্রদল। সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে আসার জন্য দুইটা বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে।

জানা গেছে, এই সমাবেশে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

 

সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। এর মধ্যে রয়েছে— সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটকে থাকতে হবে।

তবে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

খালা ও ডক্টর ইউনূসের দ্বন্দ্বে বলির শিকার আমি

খবরের দেশ ডেস্ক : বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য...