27.7 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

নিউইয়র্কে এবার দেখা গেল ঢালিউড তারকা শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদকে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে।
শাকিব খান কিছুদিন আগেই পৌঁছেছেন নিউ ইয়র্কে। এরপরই কানাঘুষো—ছেলেকে সময় দিতে বুবলীও যাচ্ছেন সেখানে। তবে দিনক্ষণ রেখেছিলেন গোপন। অবশেষে সব জল্পনা থেমে যায় রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে—যেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বীর ও বুবলী। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, পেছনে হাঁটছেন মা বুবলী। দৃশ্যটা নেহাতই পারিবারিক—চোখে-মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া।
ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তাঁরা।
এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ এবার সেই একই আবেগে ভর করেই, ছোট ছেলে বীরের জন্যও রচিত হচ্ছে এমনই এক স্মৃতি।
এই সফরে কয়েক দিনের জন্য বীরকে কাছে পাচ্ছেন শাকিব। মাস শেষ হওয়ার আগেই দেশের মাটিতে ফিরবেন তিনি। তবে তার আগে, বাবা-ছেলের এই নিরালাভরা সময়ের গল্পটুকু রয়ে যাবে স্মৃতির অ্যালবামে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

খবরের দেশ ডেস্কঃ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সোমবার...