26.3 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫

আমি এখন সত্যিই চিন্তায় পড়ে গেছি— ফ্যাসিবাদ কী, ফ্যাসিবাদী কে, আর চেতনা কার : আনিস আলমগির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন-
“ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।”
—রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু (নিয়োগ: বিগত শেখ হাসিনার সরকারে আমলে, দায়িত্ব চলমান।)
প্রায় গৃহবন্দী রাষ্ট্রপতির এই কথা শুনে আমি সত্যিই বিভ্রান্ত। একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়—
ফ্যাসিবাদ মানে কী? আর ফ্যাসিবাদী ছিল কারা?
যে রাষ্ট্রপতি ফ্যাসিবাদের মূল উৎপাটনের ডাক দিচ্ছেন, তিনি তো সেই আমলেই নির্বাচিত, যে আমলের বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ সবচেয়ে বেশি!
তাহলে কি তিনি এখন নিজেরাই শিকড় কাটতে নেমেছেন? নাকি শুধু গাছের পাতা ছেঁটে চেতনা রক্ষার অভিনয়? নাকি এটা নতুন সরকারের কাছে ‘প্রগতিশীল’ প্রমাণের মরিয়া প্রচেষ্টা? নাকি তার স্টেটমেন্ট তার অনুমতি ছাড়া প্রকাশ পেয়েছে?
আমি এখন সত্যিই চিন্তায় পড়ে গেছি—
ফ্যাসিবাদ কী,
ফ্যাসিবাদী কে,
আর চেতনা কার?
এইসব চুপ্পু-প্রশ্নের উত্তর যদি কারো কাছে থাকে, প্লিজ কমেন্ট করুন। নইলে আমি হয়তো ফ্যাসিবাদ শব্দটাকেই ভুল বুঝে ফেলব।
‘ফ্যাসিস্ট’, ‘ফ্যাসিস্টের দোসর’ আর ‘ফ্যাসিবাদ’ ড. ইউনূসের আমলে এসে সত্যিই এক তামাশার শব্দমালায় পরিণত হয়েছে। আসল দোসরদের পালাতে দিয়ে তারা দেশজুড়ে এখন দোসর খুঁজছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১০জন, টাকার অভাবে দিতে পারছেন না ভ্যাকসিন

  মো: আলমগীর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার...