26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

ছাত্রসংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসত না

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া বলেছেন, ‘ছাত্রসংগঠনগুলো নিজেরা বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলে বিষয়টি এই পর্যায়ে আসত না।’
শনিবার (৯ আগস্ট) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। তাই ছাত্ররাজনীতি নিয়ে সংগঠনগুলোর নতুন রূপরেখায় একমত হওয়া দরকার ছিল।
ছাত্ররাজনীতি চলবে কি চলবে না, সে বিষয়ে একসঙ্গে বসে বোঝাপড়া হলে মুখোমুখি পরিস্থিতি তৈরি হতো না।’

 

এর আগে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে প্রশাসন সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউর হওয়ার সুযোগ ছিল। তারা একসঙ্গে বসে শিক্ষার্থীবান্ধব রূপরেখা তৈরি করে ভবিষ্যতে ছাত্র রাজনীতি কেমন হবে, সে বিষয়ে বোঝাপড়া করতে পারত।

’তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...