- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ইরাকে পানিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনের বেশি তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি শিয়া পবিত্র নগরী নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
এ বছর কয়েক লাখ শিয়া মুসলিম তীর্থযাত্রী কারবালায় যাবেন বলে আশা করা হচ্ছে। শহরটিতে রয়েছে সম্মানিত ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার।
সেখানে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হুসাইনের শাহাদাত স্মরণ করে আরবাঈন নামের ৪০ দিনের শোককাল পালন করবেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ফলে ৬২১ জনের শ্বাসকষ্টজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন ও সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।’
তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী জানায়, ‘কারবালা-নাজাফ সড়কের একটি পানিশোধন কেন্দ্রে ক্লোরিন লিক থেকেই এ ঘটনা ঘটেছে।