32.6 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

চট্টগ্রামে গভীর রাতে মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চট্টগ্রামে গভীর রাতে মিছিল বের করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয় পুলিশ। এসময় দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের এক এসআইকে কুপিয়ে তারা পালিয়ে যায় বলে জানা গেছে। সোমবার রাত ২টার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বন্দর থানার এসআই হলেন- আবু সাঈদ রানা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই রাস্তায় নামেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবি জানান। রাতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে স্থানীয় যুবলীগ ‘ক্যাডার’ শাকিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।
বন্দর থানার ডিউটি অফিসার জানান, এসআই আবু সাঈদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বিমানের কুয়েত-দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল, রোমে এখনও গ্রাউন্ডেড ড্রিমলাইনার

খবরের দেশ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজের সংকট দেখা দিয়েছে। কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন...