চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার রাতে নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট এলাকায় ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের ওপর হামলা চালায় তারা। বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করে।
আহত এসআই আবু সাঈদ রানা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।