26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

সুলতানের আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালির ছবির সঙ্গে প্রদর্শিত হয়েছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
তিনিই প্রথম এশীয় যার আঁকা ছবি পাবলো পিকাসো, সালভাদর দালি, পল ক্লি’র মতো বিশ্ববিখ্যাত আঁকিয়েদের  ছবির সঙ্গে বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়েছে  । বাংলাদেশের প্রখ্যাত এ চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ। এ দেশের প্রথম প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ তৈরি হয় তাকে নিয়েই।
১৯২৩ সালে নড়াইলের মাছিমদিয়া জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তার ইচ্ছে ছিল কলকাতা গিয়ে ছবি আঁকা শিখবেন। এ সময় তার প্রতিভায় মুগ্ধ হয়ে এলাকার জমিদার ধীরেন্দ্রনাথ রায় তার সাহায্যে এগিয়ে আসেন। ১৯৩৮ সালে সুলতান কলকাতায় চলে আসেন।
১৯৪১ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন তিনি। কিন্তু তিন বছর আর্ট স্কুলে পড়ার পর একাডেমিক বাধাধরা নিয়ম ভেঙে বেরিয়ে পড়েন নিজের মতো করে স্বাধীন শিল্পচর্চায়। বেরিয়ে পড়েন উপমহাদেশের পথে পথে। তখন দ্বিতীয় মহাযুদ্ধের সময়। ছোট-বড় শহরগুলোতে ইংরেজ ও আমেরিকান সৈন্যদের ছবি এঁকে ও তাদের কাছে ছবি বিক্রি করে জীবন ধারণ করেছেন

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...