27 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

এই প্রথম কোনো দক্ষিণ কোরীয় ফার্স্ট লেডি গ্রেপ্তার হলেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিম কিয়ন হি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত পরিচালনাকারী বিশেষ কৌঁসুলি বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রথম কোনো দক্ষিণ কোরীয় ফার্স্ট লেডি গ্রেপ্তার হলেন। তার স্বামী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলও এখন কারাগারে বন্দি রয়েছেন। সামরিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টার দায়ে ক্ষমতা হারান এই সাবেক প্রেসিডেন্ট। তিনিও বর্তমানে বিচারের মুখোমুখি।
মঙ্গলবার সকালে আদালতে হাজির হওয়ার সময় কিম কালো স্যুট পরে ছিলেন এবং মাথা নত করে শ্রদ্ধা প্রদর্শন করেন। তবে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি কিংবা কোনো বিবৃতি দেননি। শুনানি শেষে তিনি সিউলে একটি ডিটেনশন সেন্টারে চলে যান, যা প্রথাগত প্রক্রিয়ার অংশ।
বিশেষ কৌঁসুলি দপ্তরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, আদালত কিম কিয়ন হির গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছে।
যদিও পুরো মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে, শেয়ার বাজারে প্রতারণা, ঘুষ গ্রহণ, অবৈধভাবে প্রভাব খাটানো। এই অভিযোগগুলোর সঙ্গে ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

 

২০২২ সালে ন্যাটো সম্মেলনে স্বামীর সঙ্গে অংশ নেওয়ার সময় কিম একটি ভ্যান ক্লিফ পেনড্যান্ট পরেছিলেন, যার মূল্য ৬ কোটি ওনের (প্রায় ৪৩ হাজার মার্কিন ডলার) বেশি বলে অভিযোগ। আইন অনুযায়ী তাদের আর্থিক বিবরণীতে এটি উল্লেখ করা হয়নি।

এ ছাড়া, একটি ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকে ২০ লাখ ওন মূল্যের দুটি চ্যানেল ব্যাগ ও একটি হীরার হার উপহার হিসেবে পাওয়ার অভিযোগও রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ধর্মীয় গোষ্ঠীর স্বার্থে প্রভাব খাটানোর বিনিময়ে এসব উপহার দেওয়া হয়।
বিশেষ কৌঁসুলির দপ্তরের মুখপাত্র ও জং-হি জানান, কিম তদন্তে প্রভাব ফেলতে পারেন এবং প্রমাণ নষ্ট করতে পারেন, এমন আশঙ্কায় তার গ্রেপ্তার চাওয়া হয়েছিল। আদালতও এই যুক্তি মেনে নেয়। তিনি আরো জানান, কিম দাবি করেছিলেন, তিনি যে পেনড্যান্টটি পরেছিলেন তা ২০ বছর আগে হংকং থেকে কেনা একটি নকল গয়না। তবে প্রসিকিউশনের দাবি, সেটি আসল এবং একটি দেশীয় নির্মাণ সংস্থা তাকে সম্মেলনে পরার জন্য দিয়েছিল।
মঙ্গলবার কিমের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে আগেও তারা এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং সংবাদমাধ্যমে প্রকাশিত উপহারের খবরগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
অন্যদিকে কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সোক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহ, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে মামলা চলছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচার কার্যক্রমে অংশ নিতে বা প্রসিকিউটরের জিজ্ঞাসাবাদে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...