- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। দেশ পরিচালনার ব্যাপারে গুণগত পরিবর্তন দেখব। কিন্তু সেটা হয়নি।
আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনতা পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ড. রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এই সরকার। এনজিওয়ালারা দেশ চালাবেন; এমন কোন রেকর্ড নেই। যারা ১ হাজার টাকা হালালভাবে উপার্জন করতে পারেনি। তারা এখন ৫০ কোটি টাকা ডিল করে। শেখ হাসিনার পর সবচেয়ে নিম্নমানের সরকার ক্ষমতায় এসেছে। তারা একটা বছর নষ্ট করেছে। নতুন সরকার আসামাত্র তারা বর্ডার পাড় হবেন।