- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
“ভাবছেন মায়ের চুমু শুধু আদর? ভুল ভাবছেন! এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞানের অবিশ্বাস্য রহস্য!”
আমরা সবাই জানি মায়ের চুমু মানেই অফুরন্ত ভালোবাসা। কিন্তু গবেষণা বলছে—এটি কেবল স্নেহের ভঙ্গি নয়, বরং এক গভীর জৈবিক প্রক্রিয়া, যা মায়ের হৃদয় আর সন্তানের মস্তিষ্ককে এমনভাবে যুক্ত করে, যা কল্পনারও বাইরে!
মায়ের ভেতরে যা ঘটে:
চুমুর সাথে সাথেই মায়ের মস্তিষ্কে সক্রিয় হয় “প্লেজার সার্কিট”, নিঃসৃত হয় ডোপামিন—যা তাকে আনন্দে ভরিয়ে দেয়। একইসাথে বের হয় অক্সিটোসিন বা ভালোবাসার হরমোন, যা সন্তানের প্রতি তার মমতা, সুরক্ষা আর আবেগকে আরও হাজারগুণ বাড়িয়ে তোলে।
শিশুর ভেতরে যা ঘটে:
মায়ের আলতো চুমু শিশুর শরীর থেকে কমিয়ে দেয় কর্টিসল নামক স্ট্রেস হরমোন। ফলে শিশু অনুভব করে নিরাপত্তা, শান্তি আর অদ্ভুত এক নিশ্চয়তা। এমনকি এই ক্ষুদ্র মুহূর্তগুলোই তার ভবিষ্যৎ আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা ও ভালোবাসার ক্ষমতার ভিত্তি গড়ে দেয়।