29 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। কিন্তু হঠাৎ করেই এক দিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা। নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু তৈরি ছিল, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না। আমাদের পরিকল্পনা ছিল পরের সপ্তাহে পিছিয়ে নেব। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই পরিকল্পনা আছে ঈদের পর আয়োজনের।’
এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। কনসার্টে আরও গান গাওয়ার তালিকায় ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।

নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

- Advertisement -spot_img
সর্বশেষ

কী অবস্থা মাগুরার সেই শোকার্ত গ্রামটির।

প্রায় আট দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত হওয়া মাগুরার আট বছর বয়সী শিশুটির বাড়িতে এখনো শোকের ছায়া।...