27 C
Dhaka
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশে ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে দেশের বাসিন্দারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করে, এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন।

টাইমস অব ইসরায়েল কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ তুলে ধরেছেন। বিক্ষোভের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান, রোনেন বারককে অপসারণের পরিকল্পনা।

বিক্ষোভে, সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন বক্তব্য রাখেন। এছাড়াও, আইনাভ জাঙ্গাউকার, যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর তীব্র সমালোচক, বক্তব্য প্রদান করেন।

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী মোশে ইয়ালনও বিক্ষোভে উপস্থিত ছিলেন; তাঁকে ‘প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল’ টি-শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিক্ষোভের শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সংগীত বাজানো হয়, এবং বিক্ষোভকারীরা ‘এখনই এই একনায়ককে উৎখাত করার সময়’ স্লোগান দেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসরাইলের সাম্প্রতিক হামলা ‘অগ্রহণযোগ্য’ – ইউরোপীয় ইউনিয়নের কঠোর প্রতিক্রিয়া

গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। মঙ্গলবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী...