29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

ফাগুনের বাতাসে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
চুয়াডাঙ্গা রিপোর্টার:হাদিসুর রহমান

চুয়াডাঙ্গার জীবননগরে গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। চলতি মৌসুমে এ উপজেলায় ৬২৫হেক্টর জমিতে আমের আবাদ (বাগান) হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারের মৌসুমে ১০ হাজার ৩১২টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষকদের সচেতনতা আর আবহাওয়া অনুকূলে থাকলে এ উপজেলায় এবারও আমের বাম্পার ফলন হবে বলে জানালেন কৃষিবিদরা। এতে করে এ অঞ্চলের উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এ উপজেলায় এ বছর ৩ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে হিমসাগর, আম্রপালী, ন্যাংড়া, বোম্বাই, ফজলি ও

মল্লিকাসহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এদের মধ্যে অর্ধেকই আম্রপালী। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষি বিভাে তদারকি ও কৃষকের পরিশ্রমে গত মৌসুমে জীবননগর আমের বাম্পার ফলন হয়েছিল। চলতি মৌসুমেও বাম্পার ফলন হবে বলে আশা করছি। আগের মৌসুমগুলো কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে প্রতি আম-চাষিরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হয় অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, এ মুহূর্তে পরিচর্যা একটু বাড়াতে হবে। তবে গাছের গোড়ায় মাঝেমধ্যে সেচ দিতে হবে। এ গাছের কাণ্ডগুলো যেমন শক্ত থাকবে, তেমনি ফুলগুলো তরতাজা থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাজতন্ত্র-সমর্থক দলের বিরুদ্ধে কড়া ইঙ্গিত দিল নেপাল সরকার

নেপালে রাজতন্ত্র-সমর্থক রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (আরপিপি) শীর্ষনেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ইঙ্গিত দিল নেপাল সরকার। এমনকি দুই...