26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

যুদ্ধ বন্ধে ইউক্রেনে অস্থায়ী প্রশাসন চান পুতিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইউক্রেনের নির্বাচিত ও বৈধ কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য দেশটিকে অস্থায়ী প্রশাসনের অধীনে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। শুক্রবার (২৮ মার্চ) রুশ বার্তাসংস্থায় প্রকাশিত প্রতিবেদন হতে এ খবর জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন বলেছেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আমাদের মিত্রদের সহযোগিতায় ইউক্রেনে একটি অস্থায়ী প্রশাসন প্রতিষ্ঠার সিদ্ধান্ত অবশ্যই নেওয়া সম্ভব। তাদের কাজ হবে একটি গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করা। জনগণের রায়ে নির্বাচিত সরকারের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে।

মুরমানস্কের উত্তরাঞ্চলীয় বন্দর পরিদর্শনের সময় এসব কথা বলেছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার সরকারের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল রুশ প্রেসিডেন্টের। তার ধারাবাহিকতাতেই অস্থায়ী প্রশাসনের মাধ্যমে নির্বাচন আয়োজন করার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে জেলেনস্কি সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধের কারণে দেশে জরুরি অবস্থা জারি করে এখনও ক্ষমতায় আছেন তিনি।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধে প্রথম থেকেই দু দেশের সঙ্গে পৃথকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের আন্তরিকতার অভাব নেই বলে মন্তব্য করেছেন পুতিন।

তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মস্কোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার পার্থক্য সুস্পষ্টভাবে চোখে পড়ার মতো। আমার বিশ্বাস, নতুন প্রেসিডেন্ট আন্তরিকভাবেই যুদ্ধের অবসান চান।

পুতিনের পরামর্শের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, ইউক্রেন কীভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে সে দেশের সংবিধান ও জনগণ।

পুতিনের প্রস্তাবের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাজতন্ত্র-সমর্থক দলের বিরুদ্ধে কড়া ইঙ্গিত দিল নেপাল সরকার

নেপালে রাজতন্ত্র-সমর্থক রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (আরপিপি) শীর্ষনেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ইঙ্গিত দিল নেপাল সরকার। এমনকি দুই...