27 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ট্রাম্প কোন দেশের ওপরে কত শুল্ক বসালেন!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের ওপর কত পারস্পরিক শুল্ক [রেসিপ্রোকাল ট্যারিফ] আরোপ করছেন, তার একটি তালিকা তুলে ধরেন। প্রদর্শিত তালিকায় কোন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, সে তথ্যও রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। খবর রয়টার্স ও বিবিসির।

তালিকার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপকৃত শুল্কের হার ৭৪ শতাংশ। এজন্য বাংলাদেশের ওপর আরোপ করা হয় পালটা ৩৭ শতাংশ শুল্ক।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন নীতির আওতায় ৫ এপ্রিল থেকে সব দেশের পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ বেজলাইন শুল্ক আরোপ করা হবে। তবে কিছু দেশ কেবলমাত্র এই ভিত্তিগত হারে-ই শুল্ক পরিশোধ করবে, এর বেশি নয়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, কলম্বিয়া, চিলি, আর্জেন্টিনা, এল সালভাদর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

হোয়াইট হাউস জানিয়েছে, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে বা বাণিজ্যে অশুল্ক বাধা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পালটা শুল্ক আরোপ করা হবে। এই ‘অপরাধী’ দেশগুলোর তালিকায় রয়েছে প্রায় ৬০টি নাম, যাদের ওপর নতুন শুল্ক কার্যকর হবে ৯ এপ্রিল থেকে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে যেসব প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর কাস্টমাইজড শুল্ক আরোপ করা হচ্ছে, তার মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (২০ শতাংশ), চীন (৫৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), থাইল্যান্ড (৩৬ শতাংশ), জাপান (২৪ শতাংশ), কম্বোডিয়া (৪৯ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৩০ শতাংশ) এবং তাইওয়ান (৩২ শতাংশ)।

এছাড়াও ভারতের পণ্যে ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যে ২৯ শতাংশ শুল্ক, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, মাদাগাস্কারের পণ্যে ৪৭ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ এবং লাওসের পণ্যে ৪৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

নতুন শুল্ক কাঠামোয় কানাডা ও মেক্সিকোর নাম উল্লেখ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, এই দুটি দেশের সঙ্গে আগের নির্বাহী আদেশের ভিত্তিতেই বাণিজ্য পরিচালনা করা হবে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব বিদেশি গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কার্যকর হবে ৩ এপ্রিল রাত ১২টা থেকে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে টানাপোড়েন বাড়তে পারে এবং বেশ কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভোলায় আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ইয়াবা সহ আটক ৫

আবু মাহাজ, ভোলা প্রতিনিধি: ভোলার ভেদুরিয়া হতে ৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা এবং ৫৬৯ পিস...