27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কাফনের কাপড় মাথায় বেঁধে দুপুরে রাজপথে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নতুন কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয়, আজ শুক্রবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন আন্দোলনকারীরা।

সচিবালয়ে বৃহস্পতিবার দিনের প্রথমভাগে ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি মাশফিক ইসলাম জানান, “আমরা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। তাই আন্দোলন আরও তীব্র হবে।”

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় নেতৃত্ব দেন কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন।

আন্দোলনের নেতা জুবায়ের পাটোয়ারী সমকালকে বলেন, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা কিংবা কোনো আলোচনা হয়নি। সচিবরাও উপস্থিত ছিলেন না। সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা।

২. ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের বিধি বাতিল, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিয়োগ বাতিল এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।

৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে চার বছর মেয়াদে বহাল রাখা এবং আধুনিক বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন।

৪. উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদের আবেদন করার অনুমতি এবং এই পদ সংরক্ষণ নিশ্চিত করা। একই সঙ্গে প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন নির্ধারণ।

৫. কারিগরি শিক্ষা সংস্কার কমিটি গঠন করে পরিচালনা পর্যায়ে পরিচালক, উপ-পরিচালক ও অধ্যক্ষসহ সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া।

৬. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন এবং পলিটেকনিক ও টিএসসিগুলোতে শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এছাড়া, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের গেজেট প্রকাশ এবং প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ আসন নিশ্চিত করা।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...