Your Ads Here 100x100 |
---|
বানিজ্য ডেস্ক
সোয়া দুই বছর দেশের আকাশে উড়াল দেওয়ার পর এবার আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে দেশের নবীনতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা—এয়ার অ্যাস্ট্রা।
এই লক্ষ্যে চলতি বছরের মধ্যেই এয়ারবাস কোম্পানির এ৩২০ বা এ৩২১ মডেলের তিন থেকে চারটি উড়োজাহাজ সংগ্রহ করতে চায় প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ইতোমধ্যে নিজেদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে উড়োজাহাজ সরবরাহে আগ্রহী পক্ষগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে তারা।
উল্লেখ্য, এয়ারবাসের এ৩২০ ও এ৩২১ মডেল দুটি মধ্যম দূরত্বের ফ্লাইট পরিচালনার জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। জ্বালানি সাশ্রয়ী এবং পরিচালনায় স্বাচ্ছন্দ্য থাকায় এগুলোকে পছন্দ করে বহু এয়ারলাইন।
এ বিষয়ে জানতে চাইলে এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ শাখার উপ-ব্যবস্থাপক সাকিব হাসান শুভ বলেন, “আমরা অভ্যন্তরীণভাবে উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। এখন আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আহ্বান করছি। আমাদের লক্ষ্য এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহ করা।”
২০২৪ সালের শুরুতে নেপালের কাঠমান্ডু বা পোখারায় ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানিয়েছিল এয়ার অ্যাস্ট্রা। তবে এখনও পর্যন্ত তাদের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ রুটেই সীমাবদ্ধ রয়েছে।
সাকিব হাসান শুভ বলেন, “প্রথমে পরিকল্পনা ছিল বহরে থাকা উড়োজাহাজ দিয়েই নেপালে ফ্লাইট চালু করা হবে। তবে নানা বিশ্লেষণ শেষে আমরা সে পরিকল্পনা থেকে সরে এসেছি।”
আন্তর্জাতিক রুটে যাত্রার নতুন এ উদ্যোগে প্রতিষ্ঠানটি ইকোনমি ক্লাসের উড়োজাহাজ ব্যবহারে আগ্রহী হলেও, দুই শ্রেণিবিন্যাসযুক্ত উড়োজাহাজও গ্রহণযোগ্য বলে জানিয়েছে তারা।
কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী পক্ষকে ২০২৫ সালের মধ্যে উড়োজাহাজ সরবরাহ করতে হবে এবং সরবরাহকৃত উড়োজাহাজের বয়স ১৫ বছরের কম হতে হবে।
প্রাথমিকভাবে কোন কোন আন্তর্জাতিক গন্তব্য বিবেচনায় রয়েছে—এমন প্রশ্নে সাকিব হাসান শুভ বলেন, “যদি আমরা কাঙ্ক্ষিত উড়োজাহাজ পেয়ে যাই, তাহলে থাইল্যান্ডের পুকেট, মালয়েশিয়ার জহুর বাহরু এবং নেপালের কাঠমান্ডু বা পোখারা আমাদের বিবেচনায় থাকবে।”
ফ্লাইট চালুর সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে একাধিক বিষয় জড়িত থাকায় নির্দিষ্ট করে বলা কঠিন। তবে আমরা ২০২৫ সালের মধ্যেই আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে চাই।”
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ নভেম্বর অভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে তাদের বহরে রয়েছে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ, যেগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর এবং যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে।