28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিদেশি বড় ঋণ নিতে হলে পরামর্শকের বোঝা বইতে হয়: পরিকল্পনা উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

বিদেশি বড় ঋণ নিতে হলে পরামর্শকের খরচ মেনে নিতেই হয়—এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রবিবার (২০ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা।

পরিকল্পনা উপদেষ্টা জানান, বে টার্মিনাল অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মোট ব্যয় হবে ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ১৯২ কোটি টাকা।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর প্রকৃতপক্ষে সমুদ্রবন্দর নয়, এটি একটি নদীবন্দর। অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ সমুদ্রবন্দর অত্যাবশ্যক। এ কারণে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে, যার একটি অংশ আজ একনেকে অনুমোদিত হয়েছে। আরেকটি প্রকল্প নেওয়া হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে। সব মিলিয়ে এখানে চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা একটি বড় পরিসরের মেগা প্রকল্প হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।”

বিদেশি ঋণ বিষয়ে তিনি বলেন, “যেকোনো বড় ঋণ নিতে হলে আমাদের পরামর্শকের খরচ স্বীকার করতেই হয়। পরামর্শক ছাড়া তারা ঋণ দিতে আগ্রহী হয় না। তাই আমরা বাধ্য হয়েই বিদেশি ঋণনির্ভর প্রকল্পে পরামর্শক নিই।”

এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ কর্মসূচিতে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে প্রায় ৫০ শতাংশ প্রকৃত উপকারভোগী ভাতা থেকে বঞ্চিত হন। উপকারভোগী বাছাইয়ে প্রভাব খাটানো হয়েছে।”

ব্রিফিংয়ে পরিকল্পনাসচিব ইকবাল আব্দুল্লাহ হারুনসহ পরিকল্পনা কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...