Your Ads Here 100x100 |
---|
ইন্টারন্যাশনাল ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার ‘ইস্টার যুদ্ধবিরতি’ শেষ হয়েছে। তবে যুদ্ধবিরতির সময়সীমা পেরোনোর আগেই রাশিয়া ও ইউক্রেইন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
খ্রিস্টানদের ইস্টার উৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় মস্কোর স্থানীয় সময় থেকে রোববার মধ্যরাত পর্যন্ত একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন পুতিন। ইউক্রেইন জানায়, তারাও এই যুদ্ধবিরতি মেনে চলবে।
রোববার ইউক্রেইনের সেনাবাহিনী জানায়, রুশ বাহিনীর তৎপরতা কিছুটা কমলেও যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়নি। ওই দিন রাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, রোববার দিনভর রাশিয়ার সেনারা প্রায় ৩,০০০ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এ সময় ১,৮৮২ বার গোলাবর্ষণ করা হয়েছে, যার মধ্যে ৮১২ বার হয়েছে ভারী অস্ত্র থেকে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুদ্ধবিরতির সময় ইউক্রেইন শত শত ড্রোন ও গোলাবর্ষণ চালিয়েছে, যা রুশ বাহিনী প্রতিহত করেছে।
জেলেনস্কি আরও জানান, পূর্ব ইউক্রেইনের অবরুদ্ধ শহর পোকরোভস্কের কাছে সংঘর্ষ সবচেয়ে তীব্র ছিল। দোনেৎস্ক অঞ্চলের এই শহরটিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
জেলেনস্কি বলেন, “নীরবতার জবাব নীরবতায় নয়। রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় আমরা পাল্টা আঘাত হানব।”
এর আগে রোববার তিনি বলেন, “আজ আকাশ হামলার কোনো সতর্ক সংকেত শোনা যায়নি।” এর মাধ্যমে তিনি বোঝাতে চান, যেহেতু রাশিয়া প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এদিন তা অনুপস্থিত ছিল— যদিও গোলাবর্ষণ হয়েছে।
পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে তিনি “ফাঁপা” বলে উল্লেখ করেন এবং বলেন, ক্রেমলিন কেবল “যুদ্ধবিরতির একটি ধারণা তৈরি” করতে চেয়েছে।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের বাহিনী “কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলেছে।” দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, ইউক্রেইন এই সময় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
যুদ্ধরত পক্ষগুলোর এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, পুতিন যুদ্ধবিরতি বাড়ানোর কোনো নির্দেশ দেননি।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশা করি রাশিয়া ও ইউক্রেইন চলতি সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাবে।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেইন যুদ্ধ অবসানে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন ট্রাম্প।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। এর পর থেকে ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রাইমিয়া উপদ্বীপও।
ধারণা করা হচ্ছে, ২০২২ সাল থেকে এ পর্যন্ত চলমান যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সেনাসদস্য।