26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

তের বছর ধরে ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করার জন্য হাইকোর্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ আদালতে তদন্ত সম্পন্ন করতে নয় মাস সময় চান। তিনি বলেন, “তদন্তে অগ্রগতি হয়েছে। আরও সময় প্রয়োজন। গত ৫ আগস্ট ডিবি অফিসে আগুন লাগার ঘটনায় অনেক রেকর্ড পুড়ে গেছে।”

শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ছয় মাস সময় মঞ্জুর করেন।

তদন্তের ‘গোপনীয়তা’ দেখিয়ে রাষ্ট্রপক্ষ এদিন আদালতে কোনো অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেনি।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. শিশির মনির বলেন, “বারবার সময় চাওয়া জনমনে নেতিবাচক ধারণার জন্ম দেয়। আমরা তিন মাস সময় প্রার্থনা করেছিলাম। কিন্তু আদালত ছয় মাস সময় দিয়েছেন।”

এদিকে, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফের ‘নথি পোড়ার’ মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এ প্রেক্ষাপটে মামলার তদন্তে নিযুক্ত পিবিআই এক বিবৃতিতে জানায়, “কেউ কেউ বলছেন, ডিবির নথি আগুনে পুড়ে গেছে—এ তথ্য সঠিক নয়। আগুনে পুড়ে যাওয়ার কথা বলা হয়নি। বরং ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরনো নথিপত্র ও তথ্য খুঁজে পেতে সময় লাগছে।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ বছর পেরিয়ে গেলেও মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি।

এ পর্যন্ত মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন।

প্রথমে মামলার তদন্তের দায়িত্বে ছিল শেরেবাংলা নগর থানা। পরে তা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উন্মোচন করে জাতির সামনে উপস্থাপন করা হবে। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তদন্তের অংশ হিসেবে র‌্যাব ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বটি, পোশাকসহ বিভিন্ন আলামত যুক্তরাষ্ট্রের একটি ল্যাবে ডিএনএসহ বায়োমেট্রিক পরীক্ষার জন্য পাঠায়। তবে সেসব পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ পায়নি।

তদন্তে দীর্ঘসূত্রিতা নিহত সাংবাদিক দম্পতির পরিবার, সহকর্মী এবং পেশাজীবীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগের জন্ম দিয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে। বর্তমানে পিবিআই সেই টাস্কফোর্সের অধীনে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...