Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলাপ-আলোচনার মাধ্যমে প্রশমিত হওয়া উচিত। তিনি বলেন, বন্ধুপ্রতিম এ দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে; সহায়তা চাইলে করা হবে, তবে অনুরোধ ছাড়া আগ বাড়িয়ে কিছু করা হবে না।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “আমাদের অবস্থান খুবই পরিষ্কার—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক বিদ্যমান। তবে আমরা চাই না, এখানে কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হতে পারে।” তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই, তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিক। আমরা ইতিমধ্যে দেখেছি, কিছু দেশের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে। যেভাবেই হোক—মধ্যস্থতার মাধ্যমে বা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে—আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক।”
ভারত ও পাকিস্তানের চলমান সমস্যার সমাধানে ইরান ও সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশও কোনো ভূমিকা নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, “আমি মনে করি না, এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার উদ্যোগ নেওয়া উচিত। আমরা চাই, তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করুক। তবে যদি তারা আমাদের সহায়তা চায় এবং মধ্যস্থতার অনুরোধ করে, তাহলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এর আগে আমরা আগ বাড়িয়ে কিছু করব না।”
চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আধুনিক সময়ে কোনো কিছুই একেবারে বিচ্ছিন্ন থাকে না। তাই সামান্য হলেও কিছু প্রভাব পড়তে পারে। তবে ভারত-পাকিস্তানের সংঘাত সরাসরি আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না, কারণ আমরা এতে কোনো পক্ষ নিইনি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাত বা সম্পর্কের অবনতি প্রভাব ফেলতে পারে। তবে আমাদের যদি কোনো প্রয়োজন হয়, আমদানি অব্যাহত থাকবে।”
বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। এই মুহূর্তে আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।”