Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহর আদালত সোমবার মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেছেন। শুনানি শেষে আদালত ‘নারী বিবেচনায়’ তার জামিনের আদেশ দেয়।
মেঘনার পক্ষে আইনজীবী মহসিন রেজা, তাহমীম মহিমা বাঁধন এবং সাদমান সাকিব শুনানি করেন। আদালতের বরাত দিয়ে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার জানান, মেঘনার জামিন আবেদন মঞ্জুর হয়েছে।
মেঘনার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, “মেঘনার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছে। ধানমন্ডি থানার মামলায় জামিননামা জমা দেওয়া হয়েছে। আজ (রোববার) কারাগারে জামিনের কাগজ পৌঁছে যাবে, এবং তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না। আশা করছি, মঙ্গলবারের মধ্যে মেঘনা মুক্তি পাবেন।”
মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। গত ৯ এপ্রিল রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। আটক হওয়ার আগে তিনি ফেইসবুক লাইভে অভিযোগ করেন যে, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করছে। লাইভটি বন্ধ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মেঘনাকে কারাগারে পাঠানো হয়, এবং পরবর্তীতে ১৭ এপ্রিল তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, মেঘনা আলম এবং তার সহযোগী দেওয়ান সমিরসহ অন্য আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন দেশের কূটনীতিক এবং ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে, পরে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করত।
এ মামলায় মেঘনার সহযোগী দেওয়ান সমির রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন।