30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি জাফর কারাগারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

২০২৩ সালে বিএনপির মহাসমাবেশে হামলায় যুবদল নেতা শামীমকে হত্যার ঘটনায় কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন, মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক আসামিকে আদালতে হাজির করেন এবং কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পল্টন থানার পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ এপ্রিল দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে মো. জাফর আলমকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তবে একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডেকে মহাসমাবেশকে পণ্ড করার চেষ্টা চালায়। পুলিশের সহায়তায় বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মহাসমাবেশে হামলা করা হয়, যাতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে, মো. জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন, কিন্তু জিততে পারেননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

১১ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, দেয়া হলো সতর্ক সংকেত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো...