25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

দেশে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে- প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

দেশে বর্তমানে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অশুভ শক্তি দেশের স্বপ্ন ও ঐক্যকে ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্যকে ধ্বংস করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনীকে এ অপচেষ্টা রুখে দিতে সর্বদা সজাগ থাকতে হবে।”

বিগত ১৫ বছরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “পুলিশকে একটি দলীয় বাহিনীতে রূপান্তরিত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের কারণে পুলিশ জনরোষের মুখে পড়েছে, যার ফল ভোগ করতে হয়েছে অনেক সৎ কর্মকর্তাকেও।”

স্বৈরাচার পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছিল উল্লেখ করে ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছি, যেখানে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। এই স্বপ্ন পূরণে পুলিশ এক অপরিহার্য শক্তি। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, অতীতে সৃষ্ট জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব দূর করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা। আমাদের লক্ষ্য, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধুতে রূপান্তরিত করা।”

আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয়, সে জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব প্রার্থীকে সমান আচরণ এবং ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে যেন পুলিশকে দলীয় স্বার্থে কিংবা অন্যায় কাজে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। নির্বাচনের আগে সময়টা খুবই সংবেদনশীল। পুলিশকে সতর্ক থাকতে হবে, যেন পরাজিত কোনো অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে।”

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ সংবেদনশীলতা কামনা করে ড. ইউনূস বলেন, “নিরাপত্তার ক্ষেত্রে দেশ অনেকটা অগ্রসর হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। মানবাধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

সবশেষে ড. ইউনূস বলেন, “আমরা একটি ন্যায্য ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। আমরা দ্বিতীয় বাংলাদেশ নির্মাণের স্বপ্নে পথ চলছি। জুলাই অভ্যুত্থান আমাদের সেই সুযোগ এনে দিয়েছে। এবার যদি ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় চিরস্থায়ী হয়ে থাকবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...