25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

বাংলাদেশ আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে বলেন, “আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।”

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

চলতি মাসে ঢাকায় আইএমএফ প্রতিনিধিদলের সফরকালে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার ছাড় নিয়ে কোনো সুরাহা হয়নি। মুদ্রার বিনিময় হার অধিক নমনীয় করা এবং কর আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশের পক্ষের সঙ্গে আইএমএফের সমঝোতা হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।

অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ চায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হোক। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব নয়। আইএমএফের সব শর্ত আমরা মানবো না। আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবো। যদি আইএমএফ কিস্তি দেয়, তবে তা নেবো, না হলে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বাজেট তৈরি করবো।”

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...