27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষিদ্ধ, বন্ধ থাকবে বরফকলও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আজ বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে শুরু হচ্ছে তিন মাসের মাছ আহরণ ও বাজারজাতকরণের নিষেধাজ্ঞা। ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই সময়কালে হ্রদে সকল ধরনের মাছ ধরা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় বরফকলগুলোও।

কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প বা রুইজাতীয় মাছের সুষম বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরও পূর্বের নিয়ম অনুযায়ী ১ মে থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময়সীমা শেষে যদি হ্রদে মাছ আহরণের উপযোগী পানি সংরক্ষিত না থাকে, তাহলে এ সময়সীমা বাড়ানো হতে পারে।

রাঙামাটির জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, “বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে হ্রদ নির্ভর জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করা হবে। বিতরণ কাজটি বিএফডিসির তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।”

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, “মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে। এ বছর কাপ্তাই হ্রদে ৬০ টন কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, রাঙামাটির কাউখালী ও রাজস্থলী উপজেলা ব্যতীত বাকি আটটি উপজেলা এবং খাগড়াছড়ির দীঘিনালা ও মহালছড়ি উপজেলা মিলিয়ে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত কাপ্তাই হ্রদ। ষাটের দশকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এ কৃত্রিম হ্রদের সৃষ্টি হলেও বর্তমানে এটি মাছ উৎপাদন ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

স্থানীয় মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদ-নির্ভর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৭ হাজার।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...