27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা: ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান উত্তেজনা চরম আকার ধারণ করেছে, এবং এরই মধ্যে শত শত পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ত্যাগ করেছেন, বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে ৬ দিনের মধ্যে ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। একই সময়ে, ১৩৭৬ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ফিরে এসেছেন।

এ ব্যাপারে ভারত সরকার ২৪ এপ্রিল ঘোষণা করে, পাকিস্তানি নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করতে হবে। তবে যাদের মেডিকেল ভিসা রয়েছে, তাদের ২৯ এপ্রিল পর্যন্ত ভারতে অবস্থান করার সুযোগ দেওয়া হয়। ফলে, ১২ শ্রেণির স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে। অন্যদিকে, শর্তাধীন কূটনৈতিক, অফিসিয়াল এবং দীর্ঘমেয়াদি ভিসাধারীদের “ভারত ত্যাগ” নোটিশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং আত্তারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তবে, নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসাধারীদের পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে, পাকিস্তান সরকার জানায়, পেহেলগামে হামলার পর ভারতীয় আগ্রাসন এবং ভিত্তিহীন অভিযোগের জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে, যার ফলে ওয়াঘা সীমান্তে ভারতীয় নাগরিকদের দেশে ফিরে যাওয়ার পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের আগমনও অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, ২৮ এপ্রিল, পাকিস্তানি কূটনীতিক সোহেল কামার ও তার ৪ কর্মকর্তা ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান ফিরে যান। এর আগে, ২৬ এপ্রিল নয়াদিল্লি থেকে পাকিস্তান হাইকমিশনের আরও তিন কর্মকর্তা এবং তাদের পরিবারের ২৬ সদস্যও একই পথে পাকিস্তানে ফেরত যান।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামে বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্সকে দায়ী করেছে এবং দাবি করেছে যে, ওই গ্রুপের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।

4o mini
- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...