30 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

মাদ্রাসাছাত্র হত্যাচেষ্টা: সাবেক উপাচার্য, অভিনেতা, সাংবাদিকসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ওপর হামলার অভিযোগে সাবেক উপাচার্য, বিশিষ্ট অভিনেতা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আলমগীর হোসেন।

মামলার বাদী এম এ হাশেম রাজু, যিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ফ্যাসিবাদ উৎখাত আন্দোলনের প্রধান সমন্বয়ক, গত ২০ মার্চ এই মামলার আবেদন করেন।

মামলায় অভিনেতা মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবাসহ ১৪ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বাহাউদ্দীন নাসিমকেও আসামি করা হয়েছে।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, আবেদ খান, সন্তোষ শর্মা, নঈম নিজাম, শ্যামল দত্ত, মুন্নি সাহা, মিথিলা ফারজানা, ফরিদা ইয়াসমিন, মাসুদা ভাট্টি, ফারজানা রূপা ও মোজাম্মেল হকসহ মোট ১৫ জন।

এছাড়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুল মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম ওয়াহিদুজ্জামান এবং ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ একাধিক বিশিষ্ট শিক্ষাবিদকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ আগস্ট ‘স্বৈরাচারবিরোধী এক দফা আন্দোলনে’ শহীদ মিনার থেকে পরীবাগমুখী এক মিছিলে গুলিবর্ষণ করা হয়, যেখানে শিক্ষার্থী সাইফুদ্দিন চোখে গুলিবিদ্ধ হন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মামলার বাদী নিজেই।

এছাড়া অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমর্থনে প্রচার চালিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর সহিংসতা উসকে দিয়েছেন। ‘আলো আসবে’ নামের একটি গ্রুপে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে হত্যার প্ররোচনা দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়াও আরেকটি মামলায়, ‘জুলাই গণ–অভ্যুত্থানের’ সময় ঘটে যাওয়া আরেক হামলার ঘটনায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস, নিপুণসহ আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। এটি গত ২৮ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় রেকর্ড হয়।

বাদী এম এ হাশেম রাজু দাবি করেন, “গত সতেরো বছর ধরে শেখ হাসিনার শাসনামলে আমাদের ওপর হামলা-মামলা হয়েছে। আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই মামলা সেই সংগ্রামেরই অংশ।”

বাদী পক্ষের আইনজীবী এ বি এম জোবায়ের জানান, “ছাত্র আন্দোলনের বিপরীতে যারা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিকভাবে স্বৈরাচারকে সমর্থন দিয়েছেন, তাদের আইনের আওতায় আনতেই এই মামলাটি করা হয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কৃতির মঞ্চে রাজনীতির ঝড় : এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

ভারত-পাকিস্তান সীমান্তে যখনই রাজনৈতিক উত্তেজনার ছায়া ঘনিয়ে আসে, তার কাঁপুনি প্রথমেই লাগে সংস্কৃতির মঞ্চে। ২০১৬ সালে কাশ্মীরের উরিতে ভয়াবহ...