Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম না চালানোয় দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো অনুমোদনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ক্যাম্পাস স্থানান্তর না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠানো হয়। চিঠির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পর্যালোচনা করছে ইউজিসি।
নির্দেশনার আওতায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো—
ঢাকার মোহাম্মদপুরের দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সাতমসজিদ রোডের ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, রাজারবাগের দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, গুলশানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বনানীর প্রাইমএশিয়া ইউনিভার্সিটি এবং শ্যামলীর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ।
এছাড়া তালিকায় রয়েছে—
পান্থপথের সোনারগাঁও ইউনিভার্সিটি, মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ফেনীর ফেনী ইউনিভার্সিটি, কুমিল্লার ব্রিটানিয়া ইউনিভার্সিটি, চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী, যেসব বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়নি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।