Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন।
রোববার (৪ মে) রাত ৭টার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, অনুগ্রহ করে তাকে নিরাপত্তা দিন। লোকেশন শেয়ার করছি।”
ঘটনার বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, “হাসনাতের ওপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম কালবেলা অনলাইনকে নিশ্চিত করেছিলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
সেই সময় হাসনাত ও সারজিসের সঙ্গে থাকা আহমাদ উল্লাহ সাকিব ফেসবুকে লেখেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আমাদের গাড়িবহরে ট্রাক দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বাইক নিয়ে আমরা ট্রাক থামাতে গেলে আমাদেরও চাপা দিতে উদ্যত হয়। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে যাই।”
এ ঘটনায় লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।