Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
‘হাওয়া’ মুক্তির তিন বছর পর, এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির। দর্শকেরাও বলছিলেন, ‘হাওয়া’র পর কি তবে ‘হাওয়া’-ই হয়ে গেলেন পর্দার গুলতি? তবে এবার অপেক্ষার অবসান। নতুন সিনেমার খবরে আবারও আলোচনায় নাজিফা তুষি। অভিনয় করছেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সখী রঙ্গমালা’-তে।
অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই ঐতিহাসিক চলচ্চিত্র। প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত এন রাশেদ চৌধুরী।
‘রঙ্গমালা’ চরিত্রে অভিনয় করছেন তুষি। সঙ্গে আছেন স্বর্ণালী চৈতি, প্রান্তর দস্তিদার, ইমরান ও তৌফুকুল ইমনসহ আরও অনেকে।
অভিনেত্রী বলেন “প্রায় দুইশো বছর আগের একটা গল্প, আর তাও আবার আমার নিজের এলাকা নোয়াখালীকে ঘিরে—এই কাজটা আমার জন্য খুব স্পেশাল। রঙ্গমালা চরিত্রটি আমাকে ভীষণভাবে টানে।”
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিংয়ের প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ চলছে পুরোদমে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির।