Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যেও এক মানবিক ও ইতিবাচক পদক্ষেপ নিয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী—ভারত ও পাকিস্তান। বুধবার (১৪ মে) সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের পারস্পরিক হস্তান্তর করেছে তারা। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বিরল সৌহার্দ ও সদিচ্ছার নিদর্শন হিসেবে প্রশংসিত হচ্ছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে ফেরত পাঠানো হয়েছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ-এর কনস্টেবল পূর্ণম কুমারকে। তিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।
অন্যদিকে, ভারতের বিএসএফ তাদের হেফাজতে থাকা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেয়। তিনি একইভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে চলে যান এবং আটক হন।
দুই পক্ষের একাধিক পতাকা বৈঠকের পর এই বিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সীমান্তে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় উভয় সদস্যকে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের বিএসএফ এক বিবৃতিতে জানায়, “কনস্টেবল পূর্ণম কুমারকে নিরাপদে ফেরত দিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং একে ইতিবাচক বার্তা হিসেবে দেখি।”
বিশ্লেষকদের মতে, সীমান্তে সহিংসতা ও উত্তেজনার মাঝে এই ঘটনা পারস্পরিক আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। এ ধরনের ‘মানবিক অগ্রগতি’ ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার পথও খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় একটি অস্থায়ী শান্তি ও সহযোগিতার আবহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।